১৯ মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর যাচ্ছেন। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে অংশ নিতে ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাবেন তিনি। একাত্তরকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বলেছেন, জাতিসংঘে এবার রোহিঙ্গা প্রত্যাবাসনকে গুরুত্ব দিয়ে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
নিউইয়র্কে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন। গেলোবার অধিবেশন অনলাইনে হলেও এবার হবে সশরীরে বক্তব্য দেবেন বিশ্বনেতারা। এবার অধিবেশন হবে সীমিত আকারে, তাই সব দেশকেই কম প্রতিনিধি নিয়ে যেতে বলেছে জাতিসংঘ।
এই অধিবেশনে অংশ নিতে ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ সেপ্টেম্বর শুক্রবার অপরাহ্নে ভাষণ দেবেন তিনি। এটি হবে তার জাতিসংঘে ১৮তম ভাষণ।
নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে সাধারণ অধিবেশন ছাড়াও পরমানু শক্তি এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে দুটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এরআগে জাতিসংঘে রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার সেসব প্রস্তাবের অগ্রগতি জানতে চাইবেন তিনি।
দীর্ঘদিন পর এই সফরে প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সাক্ষাতের কোন কর্মসূচি থাকছে না।
তবে জানা গেছে, সাধারণ অধিবেশনে ভাষণের পর সেখানে কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্সেও তিনি ভার্চুয়ালেই মিলিত হবেন। একইভাবে প্রবাসীদের একটি সমাবেশেও ভার্চুয়ালেই বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র-একাত্তর টিভি।