News Bangla

প্রধানমন্ত্রী ফোন করলেন না, আমি কিছু মনে করিনি: মমতা

সোমবার তিনি বলেন, ‘‘এই প্রথম দেখলাম প্রধানমন্ত্রী ফোন করলেন না। হয়তো উনি ব্যস্ত। আমি কিছু মনে করিনি।”

আট দফায় ভোট গ্রহণ শেষে রোববার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। মোট ২৯২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২১৩টি এবং বিজেপি ৭৭টি আসনে জয়লাভ করেছে।

ফল ঘোষণার দিনই তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত হওয়ার পর মমতাকে অভিনন্দন জানিয়ে টুইটে করেন মোদী। মমতা বলেন, প্রধামন্ত্রী মোদী তাকে ফোন না করলেও তিনি তার টুইট দেখেছেন।

পশ্চিমবঙ্গের দখল নিতে এবার মোদীর দল বিজেপি বেশ জোরেশোরেই নির্বাচনী প্রচার চালিয়েছিল। খোদ মোদী এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিলে পশ্চিমবঙ্গে ৫০টির মত নির্বাচনী সমাবেশ ও মিছিল করেছেন। অনেক অর্থও খরচ করেছেন।মমতা বলেন, ‘‘কেন্দ্রের দখল থাকলেও বিজেপি শাহেনশাহ নয়। বাংলার মানুষ তাদেরকে তাদের জায়গা দেখিয়ে দিয়েছে। বাংলার মানুষকে এই অধঃপতন রুখতেই হতো….তাদের মেরুদণ্ড সোজা।”