গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় পোশাক কারখানার নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত সোহেলের (৩৩) নামে ওই নারী বাদী হয়ে পুবাইল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি পুবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমূল হক।
নির্যাতনের শিকার ওই নারী পুবাইল এলাকার একটি পোশাক কারখানায় সহযোগী হিসেবে কাজ করেন। স্বামীসহ ওই নারী পোশাক শ্রমিক ওই এলাকাতেই বসবাস করেন। অন্যদিকে অভিযুক্ত সোহেলের বাড়ি পুবাইল এলাকার তালটিয়া (চান্দের আটি) গ্রামে।
নির্যাতনের শিকার ওই নারীর বরাত দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা জিএমপি পুবাইল থানার এসআই শামসুন্নাহার জান্নাত জানান, গত বৃহস্পতিবার রাতে কারখানা ছুটি হওয়ার পর বাড়ির উদ্দেশে বের হন ওই নারী পোশাক শ্রমিক।
এ সময় পথিমধ্যে পূর্ব পরিচিত যুবক সোহেল তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তার প্রাইভেটকারে ওঠায়। কিন্তু বাড়িতে না নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে।
পরে রাত ১০টার দিকে নির্যাতনের শিকার ওই নারীর বাড়ির কাছে একটি পরিত্যক্ত বাথরুমে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় ধর্ষকের পায়ে ধরে কান্নাকাটি করেও ওই নারী পোশাক শ্রমিকের সম্ভ্রম রক্ষা হয়নি।
বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় ধর্ষক সোহেল।
এসআই আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন। সে অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ধর্ষককে ধরতে অভিযান চালানো হচ্ছে। সূত্র-দেশরূপান্তর।