News Bangla

পীরগঞ্জে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘর-বাড়িতে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের মধ্যে কয়েকজনকে এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরেকটি অনাকাঙ্খিত ঘটনা। যারা হামলা করেছে তারা দুস্কৃতিকারী। পাশের গ্রামেই নিরাপত্তায় পুলিশ ছিলো, তারা পুলিশ যাওয়ার আগেই হামলা চালিয়েছে।

আসাদুজ্জামান জানান, রাতেই সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। সেখানে নিরাপত্তার যত ধরণের ব্যবস্থা আছে সব গ্রহণ করা হয়েছে। হামলাকারিদের কয়েকজনকে চিহ্নিত করা গেছে। এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে ধরা হয়েছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক সময়ে দেশে সংঘ্যালঘুদের ওপর হামলাকে অনাকাঙ্খিত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনা সাজানো। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এমন করা হয়েছে। সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটি মহল সারাদেশে এসব ঘটনা ঘটাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, সবগুলো হামলা এক সূত্রে করা। তবে সেই সব সূত্র বের করতে আমাদের আর একটু সময় দিতে হবে। সেই কাজে আমাদের সবগুলো ইউনিট একসাথে কাজ করছে। সূত্র-একাত্তর টিভি।