News Bangla

পাপুলের আসনে আগামীকাল সোমবার নির্বাচন

কুয়েতের আদালতে দণ্ডিত শহিদ ইসলাম পাপুলের আসনে (লক্ষ্মীপুর-২) উপ-নির্বাচন আগামীকাল সোমবার (২০ জুন) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ভোট হবে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন)।

এই আসনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের নুর উদ্দিন চৌধুরী নয়ন ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপন।

লক্ষ্মীপুর-২ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৯২৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৪ হাজার ৪৬০ জন। মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৪৬৩ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৬টি। আর ভোট কক্ষ ৯৮৯টি। সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ২২ জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুইজন দায়িত্বরত রয়েছেন।

অন্যদিকে র‌্যাবের দশটি টিম, বিজিবির ১০ প্লাটুন দায়িত্ব পালন করছেন। মোতায়েন করা হয়েছে পুলিশ এপিবিএন আনসারও। মোবাইল কোর্ট ২০টি ও স্ট্রাইকিং টিম দশটি দায়িত্বরত রয়েছে।

এর আগে গত ২৮ জানুয়ারি অর্থ ও মানবপাচার মামলায় এমপি পাপুলের চার বছরের কারাদণ্ড দেন দেশটির ফৌজদারি আদালত। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ওই আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। যার প্রেক্ষিতে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী গত ১১ এপ্রিল এ আসনের উপ-নির্বাচনের কথা ছিলো। কিন্তু করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে নির্বাচন কমিশনের প্রথম দফার ভোটগ্রহণ স্থগিত করে। পরে নতুন করে ২১ জুন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে ইসি। সূত্র-বাংলা ট্রিবিউন।