পরেশ দেবনাথ, মঙ্গলকোট। কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে পাটক্ষেতে কাজ করার সময় প্রচন্ড গরমে শণিবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে।
পাথরা ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান জানান, কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড় পথরা গ্রমের গোপাল দাসের স্ত্রী নমিতা দাস (৫০) শনিবার পাঁচারই গ্রামের মাষ্টার ফিরোজ মীরের পাটের ক্ষেত কাজ করার সময় প্রচণ্ড গরমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্মামী, এক ছেলে ও তিন মেয়ে রেখে যান। পাথরা মহাশ্মশানে তার দাহ করা হয়।