News Bangla

পরীমণি ফিল্মি স্টাইলে গাড়ির খোলা ছাদের অংশে দাঁড়িয়ে বেরিয়ে এলেন

জামিনের একদিন পর অবশেষে মুক্তি পেলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার পর গাজীপুরের কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

মুক্তি পেয়ে একটি সাদা হ্যেরিয়ার গাড়িতে বের হয়ে আসেন এই চিত্রনায়িকা। এসময় তার পরনে একটি সাদা সালোয়ার ছিল। এছাড়া মাথায় সাদা কাপড় পেঁচিয়ে ফিল্মি স্টাইলে গাড়ির খোলা ছাদের অংশে দাঁড়িয়ে হাত নাড়াতে দেখা গেছে তাকে।

এসময় পরীমনিকে দেখার জন্যে উৎসুক জনতা ও তার ভক্তরা গাড়ির চারপাশে ভিড় করে ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়। পরীমনিও তার নিজের মোবাইল ফোন দিয়ে জড়ো হওয়া মানুষের সাথে সেলফি তোলেন।

সকালে পরীমণির খালু জসিম উদ্দিনসহ কয়েকজন নিকটাত্মীয় ও আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী কারা ফটকে যান। এসময় তার আইনজীবী বলেন, আদালত দুই পক্ষের আইনজীবীর শুনানির পর তাকে জামিন দেয়। তবে কাশিমপুর কারাগারে জামিনের কাগজপত্র না আসায় গতকাল তাকে মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিন আদেশ দেন। তিন কারণ বিবেচনায় পরীমণিকে জামিন দেওয়া হয়েছে। যেহেতু পরীমণি একজন চিত্রনায়িকা এবং একজন নারী। তাছাড়া সরকারি অনুদানপ্রাপ্ত প্রীতিলতা নামক একটি চলচ্চিত্রে তার অভিনয়ের শিডিউল চলছে। এসব বিষয় বিবেচনায় তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল পর্যন্ত জামিনের আদেশ দেয় আদালত। সূত্র-একাত্তর টিভি।