News Bangla

‘পদ্মাপুরাণ’ সিনেমার জন্য পরীমণির ভিডিও বার্তা

 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে একটি ভিডিও বার্তায় একসঙ্গে হাজির হন চয়নিকা ও পরীমণি। সেখানে মূলত তারা ‘পদ্মাপুরাণ’ সিনেমার জন্য শুভ কামনা জানিয়েছেন। শুক্রবার (৮ অক্টোবর) এটি মুক্তি পেয়েছে।

রাশিদ পলাশ পরিচালিত সিনেমাটি নিয়ে পরীমণি বলেছেন, “রাশিদ পলাশের সঙ্গে আমার একটি সিনেমায় কাজ হচ্ছে, যেটার নাম ‘প্রীতিলতা’। সবাই জানেন। সেখান থেকে আমাদের দু’বছরের জার্নি। সেই সুবাদে আমি জানতে পেরেছি, ‘পদ্মাপুরাণ’ সিনেমাটি পুরো টিমের বড় ধরনের ত্যাগ ও প্রতীক্ষার একটি সিনেমা। এ কারণে আমাদের সবার দায়িত্বটাও একটু ভারী। আমরা সবাই চাই, কাল (শুক্রবার) দলে দলে হল ভরে যাক। কোথাও একটা টিকিট না থাকুক। অগ্রিম টিকিট কাটতে হয় যাতে আমাদের।”

অন্যদিকে চয়নিকা বলেন, ‘আসলে প্রথমের একটা ব্যাপার আছে। আমার যখন প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল, আমার খুব ভয় লেগেছিল। আজকে নিশ্চয়ই পরিচালকের (রাশিদ পলাশ) বুকটা ধুকধুক করবে। আমরা সবাই তাকে উৎসাহ দেয়ার জন্য টিকিট কেটে হলে গিয়ে সিনেমাটি দেখব।’