News Bangla

নোরা ফাতেহির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বলিউড তারকা নোরা ফাতেহির বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে। ভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইডির অনুমান, অভিযুক্ত সুকেশ নোরাকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিলেন। ইডিকে নোরা জানিয়েছেন, তাকে সুকেশের স্ত্রী অভিনেত্রী লীনা মারিয়া পল একটি ইভেন্টের জন্য আমন্ত্রণ করেছিলেন ৷ চেন্নাইতে গত বছর ডিসেম্বরে ওই অনুষ্ঠানটি হয়েছিল ৷

একই মামলায় একাধিকবার তলব করা হয় আরেক বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকেও। সবশেষ গত ১৫ অক্টোবর জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ করেছিল সংস্থাটি। এই অর্থ প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ ও তার স্ত্রী লীনা আপাতত বন্দি রয়েছেন দিল্লির রোহিনী জেলে। ইডি সূত্রের বরাত দিয়ে সেই খবরে বলা হচ্ছে, এই দুই অভিযুক্তের সঙ্গে সরাসরি যোগ রয়েছে জ্যাকুলিন এবং নোরার।