News Bangla

নিহতদের মধ্যে মার্কিন সেনা সদস্য রয়েছে

আফগানিস্তানের কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরে বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান। নিহতদের মধ্যে মার্কিন সেনা সদস্য রয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

এদিকে বিস্ফোরণের পর কাবুল বিমানবন্দরের বাহিরে বহু হতাহত জড়ো হওয়ার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কমপক্ষে একটি বিস্ফোরণ আত্মঘাতী ছিল। একইসঙ্গে দুই বিস্ফোরণের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিস্ফোরণের জন্য বিদেশি সেনা উপস্থিতিকে দায়ি করে বলেছেন, এতে তালেবান যোদ্ধারা আহত হয়েছে।

এদিকে পেন্টাগনের মুখপাত্র এই হামলার পেছনে জঙ্গি সংগঠন আইএসআইএস-খোরাসান দায়ী বলে জানিয়েছে।

 

নিহতদের মধ্যে মার্কিন সেনা সদস্য রয়েছে

জানা গেছে, কাবুল ইমার্জেন্সি হাসপাতালে আহত ৬০ জন চিকিৎসারত রয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ার কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে ধারণা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বিস্ফোরণ সম্পর্কে জানানো হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। এরকম আরো হামলার আশঙ্কা করছে পেন্টাগন ও পশ্চিমা গোয়েন্দারা

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার নিরাপত্তা কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক ডেকেছেন।

হামলার আগেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাঁদের নাগরিকদের হামলার বিষয়ে সতর্ক করে বার্তা দেয়। তারা নিজ দেশের নাগরিকদের বিমানবন্দর এলাকা পরিহার করতে এবং যারা ইতিমধ্যে বিমানবন্দর এলাকায় রয়েছেন তাদের সে স্থান ত্যাগ করার নির্দেশ দেয়। সূত্র-একাত্তর টিভি।