News Bangla

নায়ক যশ মুখ খুলেছেন নুসরাতের প্রেগনেন্সি সম্পর্কে

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই ভূমিষ্ঠ হবে নুসরাতের সন্তান। দক্ষিণ কলকাতার এক নামী গাইনোকোলজিস্ট এর তত্ত্বাবধানে নুসরাতের সন্তান পৃথিবীর আলো দেখবে। কথা ছিল নুসরাতের সন্তান সেপ্টেম্বরে জন্ম নেবে। কিন্তু, দিন এগিয়ে এসেছে। এখন আগস্টের শেষ সপ্তাহে জন্ম নেবে টালিগঞ্জ এর প্রথম সারির নায়িকার সন্তান। যার পিতৃপরিচয় এখনো অজানা। নুসরাতের প্রেমিক বলে পরিচিত এবং তার সন্তানের সম্ভাব্য পিতা, টালিগঞ্জ এর জনপ্রিয় নায়ক যশ দাসগুপ্ত মুখ খুলেছেন নুসরাতের প্রেগনেন্সি সম্পর্কে।

যশ বলেছেন, অন্তঃসত্ত্বা যে কোনো নারীর ভালো থাকার অধিকার আছে। সেলিব্রিটিদের সঙ্গে মানুষের আগ্রহ থাকে। কিন্তু তারমাতৃসত্তাকেও মানুষের মর্যাদা দেওয়া উচিত। এমন কিছু সোশ্যাল মিডিয়ায় লেখা উচিত নয় যা মানসিকভাবে নুসরাতকে আহত করতে পারে।

উল্লেখযোগ্য, নিখিল জৈন-এর সঙ্গে বিচ্ছেদের পর যশ দাশগুপ্তর সঙ্গে নুসরাতের সম্পর্ক নিয়ে খোলাখুলি মতামত মানুষের। এটা প্রায় অঘোষিত ঘটনা যে নুসরাতের সন্তানের বাবা যশই। তাই, নুসরাত নিয়ে তার বক্তব্য আলাদা মনোযোগ পাচ্ছে।