News Bangla

নাসির হোসাইন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন

তালাক না হওয়া সত্ত্বেও অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামালয় ক্রিকেটার নাসির হোসাইন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও শাশুড়ি সুমি আক্তার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।

রোববার (৩১ অক্টোবর) সকাল ১১ টার সময় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নাসিরের আইনজীবী মোরশেদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। সকাল ১১টার সময় তারা আদালতে হাজির হন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে তাদের হাজির হওয়ার নির্দেশ ছিল। সেই নির্দেশে তারা আদালতে হাজির হন।