বেড়ানোর কথা বলে বাগেরহাটে পুলিশ নারী দলিল লেখককে গণধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভুক্তভোগী ওই নারীর বাগেরহাট সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার (২৮ এপ্রিল) সদর থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। পরে একই দিন রাতেই এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কালদিয়া গ্রামের বাসিন্দা দলিল লেখক আলমগীর হোসেন ও একই গ্রামের শোভন শেখ।
বাগেরহাট সদর থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় সহকর্মী হিসেবে ওই নারীকে বেড়ানোর কথা বলে নিজের গ্রামে নিয়ে যান আলমগীর। এ সময় একটি ঘরে ৪ জন মিলে তাকে গণধর্ষণ করে। বুধবার থানায় মামলার পর ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সূত্র-গ্রামের কাগজ।