News Bangla

ধীরে ধীরে ফেরি ডুবে গেল (ভিডিও)

মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে ভিড়তে গিয়ে একপাশ কাত হয়ে ডুবে গেছে ফেরি আমানত শাহ। এতে পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়িসহ ১৯টি যানবাহন নদীতে পড়ে গেছে।

বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সেইসাথে ঘটনাস্থলে পৌঁছেছে বিআইডব্লিউটিসি’র উদ্ধারকারী জাহাজ হামজা।

 

এ ঘটনায় এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ফেরি ডুবে যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের এজিএম নাসির হোসেন।

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে সকালে নদী পার হয়ে পাটুরিয়ায় পৌঁছানোর পরপরই ফেরিটি দুর্ঘটনায় পড়ে বলে বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা জানান। দুটি ট্রাক ও যাত্রীরা নামার পর ফেরিটি কাত হয়ে ডুবে যায় বলে নিশ্চিত করেছেন তিনি।

কীভাবে ফেরিটি ডুবে গেল- সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই ফেরির কয়েকজন যাত্রীর দাবী ঘাটের কাছাকাছি পৌঁছানোর পরপরই ফেরিতে পানি উঠতে শুরু করে। ঘাটে ভেড়ার পর ফেরি কাত হয়ে ডুবতে শুরু করে।

শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, ফেরির নিচে যে ডাম্প (ফাঁকা অংশ) থাকে, সেখানে ফুটো হয়ে পানি ঢোকায় নৌযানটি উল্টো গিয়েছে বলে তারা ধারণা করছেন। তবে হতাহতের কোনো খবর তারা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। তিনি বলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে ভেতরে যদি কোনো লোক থাকে তাদের উদ্ধার করা। আমরা সেই কাজটি করছি।