শুক্রবার খেলাঘরের উদ্যোগে কেশবপুরে সাহিত্যিক ও অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের ১১৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের খেলাঘর কার্যালয়ে স্মরণসভা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেশবপুর উপজেলা খেলাঘরের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাঘরের সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুবুর রহমান শিপন। লেখক তাপস মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক ওয়াজেদ আলী, উপজেলা খেলাঘরের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান বাবু, পূরবী খেলাঘরের সভাপতি বাবুর আলী গোলদার ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার চক্রবর্তী, সূর্য তরুণ খেলাঘরের সভাপতি আমিনুর রহমান বুলবুল, মনোজ খেলাঘর আসরের বিজ্ঞান সম্পাদক রওনক হাসান রাজু প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন কবি শেখর খেলাঘর আসরের সভাপতি পার্থ সারথী সরকার। এরপর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় খেলাঘরের সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুবুর রহমান শিপনের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন খেলাঘরের প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।