আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর : কেশবপুরে সোমবার রাতে দুর্বৃত্তরা রাসেল হোসেনকে (২৫) গলা কেটে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামের ডেপার মাঠে। সে কেশবপুর পৌরসভার সাবদিয়া গ্রামের আব্দুল মাজিদের ছেলে।
রাসেল ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। কেশবপুর থানা পুলিশ ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে। লাশ যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল হোসেন সোমবার রাতে ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী নিয়ে ডুমুরিয়া উপজেলার চুকনগরে যায়। এরপর সেখান থেকে ওই মোটরসাইকেলে দু’জন যাত্রী নিয়ে ১৮ মাইল হয়ে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির উদ্দেশ্যে রওনা হয়।
পরিবারের লোকেরা রাত ১২টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পায়। মঙ্গলবার সকালে এলাকাবাসী উপজেলার চিংড়া গ্রামের ডেপার মাঠের ধান ক্ষেতে এক যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হতে রাসেল হোসেনের মরদেহ উদ্ধার করে যশোর মর্গে প্রেরণ করে। তার গলায় ও পেটে কোপের এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তার ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উপজেলার গোপসানা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, মোটরসাইকেল চালক রাসেল হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করে যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।