News Bangla

ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

নওগাঁর বদলগাছিতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আবু হাসানকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার মিঠাপুর ইউনিয়নের চতুর্থ শ্রেণিতে পড়া স্কুলছাত্রী স্থানীয় মসজিদের ইমাম আবু হাসানের বাসায় নিয়মিত আরবি পড়তে যায়।

শনিবার (২৯মে) সকাল ৭টায় শিশুটিকে একা পেয়ে আবু হাসান ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আবু হাসানকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আবু হাসানকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে বদলগাছি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

থানার অফিসার ইনর্চাজ আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। আসামি আবু হাসানকে আটক করা হয়েছে। সূত্র-বাংলা ট্রিবিউন।