News Bangla

দেশের সবার কাছে দোয়া চাই বাঁধন

অনেক চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে ঘনিয়ে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আর মাত্র কয়েক ঘণ্টা পরই ঘোষণা হবে বিশ্বখ্যাত কান উৎসবের আঁ সার্তে রিগায় বিভাগের পুরস্কার। যেটি থেকে চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার দাবিদার বাংলাদেশের আজমেরী হক বাঁধন ওরফে ‘রেহানা মরিয়ম নূর’-ও।

কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এই সিনেমাটি লড়াই করছে এবারের আয়োজনে। ৭ জুলাই সাদ-বাঁধন টিমের উপস্থিতিতে ছবিটির প্রথম প্রিমিয়ার হয় সেখানে। এরপর থেকেই কান নদীর তীরে ভাসছে রেহানার নাম।

ইতোমধ্যে হলিউড রিপোর্টার, এনডিটিভি, ভ্যারাইটি, টাইমস অব ইন্ডিয়া, স্ক্রিন ডেইলিসহ আন্তর্জাতিক বেশিরভাগ গণমাধ্যমের শিরোনামে এসেছে ‘রেহানা মরিয়ম নূর’-এর প্রশংসা।

কান থেকে শুক্রবার (১৬ জুলাই) আজমেরী হক বাঁধনকে আগাম শুভেচ্ছা জানাতেই বললেন, ‘আমার হাত-পা ঠান্ডা হয়ে আসছে। জানি না কী আছে ভাগ্যে। তবে পুরস্কার না পেলেও আমার আক্ষেপ নেই। কারণ, এ পর্যন্ত যা যা পেয়েছি তার সবটুকুই আশাতীত ছিল। তবু দেশের সবার কাছে দোয়া চাই আমাদের জন্য, যেন শেষ হাসিটাও হাসতে পারি। তবে আবারও বলছি, পুরস্কারটি না পেলেও আমাদের দুঃখ নেই। কারণ, আমরা সবার যে ভালোবাসা পেয়েছি সেটা কোনও আনুষ্ঠানিক স্বীকৃতির মাধ্যমে মিলবে না।’