News Bangla

দীপিকা হাঁটু গেড়ে প্রপোজ করেন সালমানকে

বলিউডের সবচেয়ে খ্যাতনামা ব্যাচেলর সালমান খান। বিয়ে না করাতে এখনও শত শত প্রস্তাব আসে তার ঠিকানায়। আর প্রপোজ দেওয়ার তালিকায় আছেন সেলিব্রেটিও।

এবার তেমনই এক তারকার নাম জানা গেলো; যে কিনা নাটকীয়ভাবে সালমানকে প্রপোজ করেছিলেন। বলা হচ্ছে রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা পাড়ুকোনের কথা।

বিষয়টি পরিকল্পনায় ছিল অভিনেত্রীর ‘তামাশা’ চলচ্চিত্র টিম। তবে এটি মোটেও জানতেন না সালমান খান।

২০১৫ সালে ইমতিয়াজ আলির এ ছবির প্রমোশন করতে সালমানের রিয়ালিটি শো-তে গিয়ে হাজির হয়েছিলেন দীপিকা।

স্টেজে উঠে সেই সময় কথা বলতে বলতে সালমানকে সারপ্রাইজ দিতে গিয়ে আচমকা হাঁটু গেড়ে বসে প্রপোজ করেন দীপিকা। অভিনেত্রী বলেন, ‘আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি আমাকে বিয়ে করবেন মি. সালমান খান?’

আচমকা এমন কাণ্ডে হেসে ফেলেন সালমান। কিন্তু তাতেও তার মন গলেনি। তখনই জানিয়ে দেন, যে কেউ তাকে প্রস্তাব দিক না কেন তিনি বিয়ে করবেন না।

মজার বিষয় হলো, দীপিকা ও সালমানের বাস্তব রসায়ন চমৎকার হলেও তারা দুজন কখনও একসঙ্গে সিনেমায় কাজ করেননি। অভিনেত্রী অবশ্য সালমানের ‘ম্যায় অর মিসেস খান্না’ ছবিতে ছিলেন, অতিথি চরিত্রে। সূত্র: হিন্দুস্তান টাইমস