News Bangla

দরিদ্র ও দারিদ্রসীমার নিচে চলে যাওয়া জনগোষ্ঠীর পূর্ণাঙ্গ হিসাব সরকারের কাছে নেই

করোনা মহামারির প্রভাবে নতুন করে সৃষ্ট দরিদ্র ও দারিদ্রসীমার নিচে চলে যাওয়া জনগোষ্ঠীর পূর্ণাঙ্গ হিসাব সরকারের কাছে নেই। তাদের পূর্ণাঙ্গ হিসাব পেলে এসব মানুষের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।শুক্রবার (৪ জুন) ২০২১-২২ বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়টি নিয়ে বিআইডিএস (বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান) কিছু কাজ করেছে। সম্ভবত তাদের হিসাবে এই হার ২৬ শতাংশ। আমরা এখনও এটার পূর্ণ মাত্রার হিসাব পাইনি। বিবিএস-ও (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) এটা নিয়ে কাজ করছে। বিবিএস যখন করবে তখন আমরা এটা নিয়ে কাজ করবো।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও  বলেন, ‘মানুষের চাহিদায় পরিবর্তন হয়। ব্যবসায়ীদের চিন্তা-চেতনায় পরিবর্তন আসে। সুতরাং, বাজেটে যা দিয়েছি সেটা ফিক্সড রাখা যাবে না। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি, যারা করদাতা, তাদের যদি আমরা এই অগ্রযাত্রায় সম্পৃক্ত করতে পারি, তাহলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। আমরা মনে করি, কর হার কমালে আদায়ের পরিমাণ আস্তে আস্তে বাড়বে।’

কর্মসংস্থান তৈরির জন্য প্রাইভেট সেক্টরকে আমাদের পুরো ইকোনমিক সিস্টেমের ড্রাইভিং সিটে বসাতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের সহায়তা দিতে হবে তাদের বসার জন্য। তারা এগিয়ে নিয়ে যাবে আমাদের।’ সূত্র-বাংলা ট্রিবিউন।