বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। তিনি বর্তমানে দিল্লির এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তোফায়েল আহমেদের জামাতা তৌহিদুজ্জামান জানান, শনিবার তোফায়েল আহমেদকে দিল্লির মেদান্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
গতমাসে স্ট্রোক নিয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন তোফায়েল আহমেদকে। চিকিৎসকদের পরামর্শে শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় দিল্লিতে।
৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ কার্ডিওলজি ও নিউরোলজির সমস্যায় ভুগছেন। দিল্লির ওই হাসপাতালে এর আগে তার হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল।