News Bangla

তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডে ২ জন নিহত

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর ৯ নম্বর জেটিতে একটি তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন  চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তবে আগুনে দুজনের মৃত্যুর সংবাদ ফায়ার সার্ভিস জানালেও তাদের নামপরিচয় নিশ্চিত করতে পারেনি। অগ্নিকাণ্ডে আরও তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা হলেন- আবু সুফিয়ান (৪৭), সাহাবুদ্দিন (৬০) ও মনির হোসেন (৩৪)।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. রফিক আহমেদ বলেন, পতেঙ্গা থেকে দগ্ধ তিনজনকে সকালে বার্ন ইউনিটে আনা হয়। এদের মধ্যে সাহাবুদ্দিনের শরীরের ৯৫ শতাংশ, সুফিয়ানের শতভাগ পুড়ে গেছে আর আহত মুনিরকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সাহাবুদ্দিন ও সুফিয়ানের অবস্থা আশঙ্কাজনক। সূত্র-দেশরূপান্তর।