করোনাকালে বলিউড তারকাদের বিলাসভ্রমণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় এসেছেন দক্ষিণ তথা বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। দেশের এই সংকটময় মুহূর্তে মালদ্বীপ, গোয়া সফর নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। এমনকি এই নিয়ে তিনি রীতিমতো সমালোচনা করেছেন। জাহ্নবী কাপুর, দিশা পাটানি, টাইগার, আলিয়া ভাট, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, রোহন শ্রেষ্ঠা, সারা আলী খানসহ বেশ কিছু বলিউড তারকা মালদ্বীপ বা গোয়াতে ছুটি কাটাচ্ছেন। তাদের নানান মুহূর্তের রঙিন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তাতেই বেজায় চটেছে নেটিজেনরা। তাদের প্রশ্ন, দেশবাসীর এই অসহায়তার সময় তারা কী করে ছুটির মেজাজে আছেন।
এক সাক্ষাৎকারে শ্রুতি হাসান বলেন, ‘আমি কাউকে বিচার করতে চাই না। কিন্তু দেশে মহামারির প্রকোপ ক্রমেই বেড়েই চলেছে। দেশজুড়ে মানুষের আর্তনাদ। দেশের এই অস্থির সময় ছুটি কাটানো “অসংবেদনশীল”। কমল হাসানকন্যা শ্রুতি বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে আপনার কাছে যে বিশেষ অধিকার আছে, সে জন্য সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এই কঠিন পরিস্থিতিতে আপনি যা যা সুবিধা পাচ্ছেন, তা জনসমক্ষে তুলে না ধরাই বাঞ্ছনীয়।’
শ্রুতি বলেছেন যে তার বন্ধুরা অনেক ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু তিনি না করে দিয়েছিলেন। কারণ এই দক্ষিণি নায়িকা এ ধরনের ভয়াবহ পরিস্থিতি আগেই আশঙ্কা করেছিলেন। তখন তাঁকে অনেকে ‘পাগল’ বলে উপহাস করেছিলেন। সূত্র: এনডিটিভি