News Bangla

ঝড়ে গাছ চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নীলফামারীতে ঝড়ে গাছ চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মে) রাত পৌণে ১২টার দিকে জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া (৫০) ও তার স্ত্রী মমেনা বেগম (৪০)।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় এনতাজুল ও মমেনা তাদের নাতি মোজাহিদুলকে সঙ্গে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এমন সময় বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হলে ঘরের ওপর একটি আম ও একটি মেহগনী গাছ উপড়ে পড়ে। এতে এনতাজুল ও মমেনা গাছ চাপা পড়েন। তবে অক্ষত ছিল শিশু মোজাহিদ। পরে এনতাজুল ও মমেনাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব জানান, ঘুটু মিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের তিন সন্তান রয়েছে।

নীলফামারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, ঘরের ওপর গাছ পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। ঘরটিও বিধ্বস্ত হয়েছে। সূত্র-একাত্তর টিভি।