News Bangla

চুয়াডাঙ্গায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শতভাগ

চুয়াডাঙ্গায় একদিনে নমুনা পরীক্ষায় শনাক্তের হার শতভাগ। গত ২৪ ঘন্টায় ৪১টি নমুনা পরীক্ষার ফলাফলে ৪১ জনেরই করোনা শনাক্ত। এছাড়াও জেলায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে।চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৯ জন, দামুড়হুদা উপজেলায় একজন, আলমডাঙ্গা উপজেলায় সাতজন এবং জীবননগর উপজেলায় ১৪ জন। মৃত দুজনের মধ্যে একজন জীবননগর উপজেলার বাঁকা গ্রামের আব্দুস সোবহান এবং দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের রুহুল আমীন।

এ পর্যন্ত চুয়াডাঙ্গায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৩৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৯ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯ জন। মারা গেছেন ৯১ জন।এদিকে রাজশাহী মেডিকেলে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৮ জন। খুলনার দুই হাসপাতালে মারা গেছেন ৬ জন।  সংক্রমণ রোধে বেশকয়েকটি জেলায় চলছে লকডাউন।করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে দেশের ৪১টি জেলা। এর বেশিরভাগই সীমান্তবর্তী এলাকা।

এরমধ্যে খুলনা বিভাগের সব জেলাই রয়েছে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, রাজশাহী ও রংপুর বিভাগের ৫ জেলা বাদে সবগুলোই আছে অতি উচ্চ ঝুঁকিতে। এছাড়া ঢাকাতেও সংক্রমণের ঝুঁকি বেশি।