News Bangla

চারুপীঠ আর্ট স্কুলের পক্ষ থেকে হরিহর নদের তীরে বৃক্ষ রোপন

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পক্ষ থেকে হরিহর নদের তীরবর্তী (শশ্নান সংলগ্ন) বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে হরিহর নদ সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসাবে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

সভাপতিত্ব করেন উৎপল দে। প্রতিষ্ঠাতা,কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল।
এই সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অসিত ভদ্র,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান, কুঠিবাড়ি মহাশ্মশান কমিটির সভাপতি স্বপন মুখ্যাজী,সাধারণ সম্পাদক সত্যজিৎ সাহা বুলু, কোষাধ্যক্ষ টিটো সাহা, ক্রীড়া সংগঠক জয় সাহা, সাংবাদিক নুরুল ইসলাম খান, কামরুজ্জামান রাজু, ওলিয়ার রহমান, চারুপীঠের সহ সাধারণ সম্পাদক অমিত সরকার,তন্ময় সরকার প্রমূখ।

চারুপীঠ পরিবার সহ যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। নদীর ধার সংরগ্ন ১০০ ফলদ বৃক্ষ আর ১০ টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১শত বিতরণ করা হয়।