উচ্চশিক্ষা শেষে চাকরির জন্য না ঘুরে উদ্যোক্তা হতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, এজন্য সরকার সহযোগিতা দেবে। শনিবার (২২ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী একথা জানান।
শেখ হাসিনা বলেন, “চাকরির পেছনে না ছুটে মৎস্য উদ্যোক্তা হোন। সব ক্ষেত্রে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই এবং জাতির পিতার আদর্শে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ”।
দেশের মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা মিটিয়ে বাংলাদেশ এখন বিদেশে মাছ রপ্তানি করছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের আর্থ-সামাজিক উন্নত বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি”।
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। এই ধারা অব্যাহত থাকবে”।
মৎস্যজীবী লীগকে আরও সুসংগঠিত করার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, “যুব সমাজকে মৎস্য উৎপাদনে আগ্রহী করে তুলতে হবে। এখানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কাজেই সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে”।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যকরী সদস্য শাহাবুদ্দীন ফরাজী, এ বি এম রিয়াজুল কবির কাওছার এবং মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর। সূত্র-একাত্তরটিভি।