স্ত্রীর সাথে ঝগড়া করে মনের দুঃখে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছেন কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের মিনাজ সরদারের পুত্র ইনছার আলি সরদার(৫৫)।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে আত্নহত্যা করেন বলে পরিবার থেকে জানানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
লাশ ময়না তদন্ত ছাড়াই শুক্রবার (১০ সেপ্টেম্বর) জুম্মার নামায বাদ দাফন করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে থানার ওসি (তদন্ত) ওয়াহিদুজ্জামান জানান, আত্নহত্যার ঘটনায় কোন অভিযোগ না থাকায় ও শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।