সারা দেশে কাল সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।
রবিবার (২৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই নিয়ম জারি থাকবে।
প্রসঙ্গত, ১ জুলাই থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হওয়ার কথা।
এর আগে শনিবার (২৬ জুন) তথ্য অধিদফরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার জানান, সোমবার (২৮ জুন) থেকে সীমিত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কঠোর লকডাউন শুরু হবে। সে সময় জরুরি পরিষেবা ছাড়া আর কিছুই খোলা থাকবে না। ঘর থেকে মানুষ অকারণে বের হতে পারবেন না।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, লকডাউন এতটাই কঠোর হবে যে, তা বাস্তবায়নে পথে থাকবে সেনাবাহিনী ও বিজিবি।