News Bangla

খুলনায় ২৪ ঘন্টায় ২২ মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২২ রোগীর মৃত্যু হয়েছে। যা বিভাগটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে নতুন করে ৬২৫ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এর আগে, গত ১৭ জুন (বৃহস্পতিবার) এ বিভাগে একদিনে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছিলো। শনিবার (১৯ জুন) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৭, খুলনার ৩, সাতক্ষীরায় ৪, যশোরে ৩, চুয়াডাঙ্গায় ২, মেহেরপুরে ২ ও ঝিনাইদহে একজন মারা গেছেন।

এ বিভাগে করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়; ২০২০ সালের ১৯ মার্চ। এ পর্যন্ত খুলনার ১০ জেলায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ২৬৯ জন। ৭৯৭ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১২৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় ১৪৯, বাগেরহাটে ৩, সাতক্ষীরায় ৫৬, যশোরে ১৬৩, নড়াইলে ১৮, মাগুরায় ১০, ঝিনাইদহে ২৪, কুষ্টিয়ায় ১১২, চুয়াডাঙ্গায় ৭৬ এবং মেহেরপুরে ১৪ জন শনাক্ত হয়েছেন।