News Bangla

খুলতে বাধ্য করা হল বোরখা, ভাইরাল ভিডিয়ো

মধ্যপ্রদেশের ভোপালে বাইক আরোহী এক তরুণীকে হেনস্থা করার অভিযোগ উঠল এক দল যুবকের বিরুদ্ধে। তরুণীকে জোর করে বোরখা খুলতে বাধ্য করা হয়। তাঁর সঙ্গে থাকা তরুণকেও হেনস্থা করার অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।

সূত্রের খবর, শনিবার এক তরুণের স্কুটারে চেপে যাচ্ছিলেন তরুণী। ভোপালের ইসলাম নগর এলাকায় এক সঙ্কীর্ণ গলিতে এক দল যুবক তাঁদের পথ আটকান। ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ হয়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, প্রতিবাদ করছেন তরুণী। কিন্তু তাঁকে ক্রমাগত কটূ কথা বলছেন যুবকরা। তাঁদের দাবি, যে তরুণের সঙ্গে তরুণী যাচ্ছিলেন তিনি এক জন হিন্দু। তাই তাঁকে বোরখা খুলতে হবে। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে তরুণীকে বোরখা খুলতে দেখা যায়।