News Bangla

খালেদা জিয়া বাসায় ফিরেছেন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৭ দিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার পর গুলশানে নিজের বাসা ‘ফিরোজা’য় পৌঁছান তিনি। এর আধা ঘণ্টা আগে বসুন্ধরা আবাসিক এলাকার হাসপাতালটি থেকে বের হন সাবেক এই প্রধানমন্ত্রী। তখন তার গাড়ি ঘিরে স্লোগানে-স্লোগানে সঙ্গ দেন দলীয় নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী একাধিক বিএনপিকর্মী বাংলা ট্রিবিউনকে জানান, ৩০০ ফুট সড়ক পেরিয়ে বনানী রেলক্রসিংয়ের কাছে প্রবেশপথে যানজটে গাড়ি থেমে গেলে আশেপাশের পথশিশুরা এসে খালেদা জিয়াকে সালাম দেয়। গাড়ির ভেতর থেকেই হাত তুলে জবাব দেন তিনি। কয়েকজন ভিক্ষুকও এসে সালাম জানালে তিনি হাত নেড়ে সাড়া দেন। এছাড়া একাধিক রিকশাচালক ও নিম্নবিত্ত কয়েকজন নারী-পুরুষ গাড়ির কাছে এসে সালাম দেন।