News Bangla

খালেদা জিয়ার দ্বিতীয় দফার করোনার পরীক্ষার ফল পজিটিভ

  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় দফার করোনার পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিমের প্রধান অধ্যাপক এফএম সিদ্দিকী। গতকাল শনিবার রাত পৌনে ১টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এফএম সিদ্দিকী বলেন, ‘কভিডের যে টেস্ট আজ (গতকাল) আমরা করেছিলাম, সেটার ফল ওনার (খালেদা জিয়া) পজিটিভ এসেছে। তবে আমরা মনে করছি, আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে কভিড নেগেটিভ হয়ে যাবেন।’ তিনি আরও বলেন, ‘এই বাসায় যারা ছিলেন, আমরা সবারই পরীক্ষা করেছি। ১৪ জনের মধ্যে ম্যাডামসহ (খালেদা) চারজনের পজিটিভ এসেছে। বাকিদের নেগেটিভ। সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন।’

এর আগে গতকাল দুপুরে খালেদা জিয়ার গুলশানের বাসভবন থেকে বেরিয়ে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম ভালো আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার ব্লাডসহ কিছু পরীক্ষা করা হচ্ছে। রবিবার (আজ) আমরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাব।’

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হন। ওইদিন বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার কভিড ‘পজিটিভ’র কথা জানিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সূত্র-দেশরূপান্তর।