ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে ভারতীয় পিতা ‘মোহাম্মদ কাইফ’ এবং ইংরেজ মা ‘সুজানা টার্কুট’ দম্পত্তির সন্তান হিসেবে ক্যাটরিনা কাইফের জন্ম হংকংয়ে। বাবা মুসলিম, মা খ্রিস্টান আর মেয়ে সকল ধর্ম-ই বিশ্বাস করেন! একবার এক সাক্ষাতকারে কাটরিনা কাইফ বলেছিলেন, আমার বাবা ছিলেন একজন মুসলিম। অন্যদিকে আমার মা ছিলেন খ্রিস্টান। কিন্তু এই দুই ধর্ম ছাড়া অন্যান্য ধর্ম বিশ্বাসগুলোও আমি পালন করে বেড়ে উঠেছি। এমনকি আমাদের বাসায় একটি মন্দিরও ছিল। আমি যেদিন পূজা করতাম না মায়ের কাছে আমার বকুনি খেতে হতো! আবার নামাজ না পড়লে বাবার ধমক খেতে হত। তবে হিন্দু ও খ্রিস্টান দুই রীতি অনুসারে কাটরিনা ও ভিকির বিয়ের সম্পাদন হয়।
বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা ড্রেস জুয়েলারি পরেন কাটরিনা। সবার চোখ স্থির হয়ে গিয়েছিল নববধূর জমকালো লেহেঙ্গা ও ওড়না উপর। বিয়ের লেহেঙ্গা তৈরি হয়েছে ফাইন মটকা সিল্কের মেটেরিয়াল দিয়ে। তার সঙ্গে রয়েছে ফাইন লাইন জারদৌসি বর্ডার যা তৈরি ভেলভেট দিয়ে। ভিকি কৌশল এর পরিবারের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন ক্যাটরিনার মাথার ওড়নায় রইল বিশেষত্ব। পাঞ্জাবি সম্ভ্রান্ত ঘরের নারীরা মাথায় ঘোমটা দেয়। পাঞ্জাবি বধূ হয়ে সেটাও মেনেছেন কাটরিনা। পাঞ্জাবিদের কাছে বিয়ের রঙ মানেই হল লালরঙ। লাল ছাড়া অন্য রঙ তারা প্রাধান্য দেয়না। বিয়ের ওড়নার বিশেষত্ব ছিল চোখে পড়ার মত। হ্যান্ড মেড এই ওড়নায় সিলভার ইলেকট্রোপ্লেটিং সোনায় মোড়া সবথেকে বেশি নজর কাড়ে। পাশাপাশি বিয়ের দিন পোশাকের সঙ্গে সব্যসাচী কালেকশনের গয়নাতে সেজেছেন কাটরিনা কাইফ। ২২ ক্যারেটের সোনার উপর ডায়মন্ড বসানো গয়না দেখা গিয়েছিল কাটরিনার অঙ্গে।
সাবেকি হেরিটেজ জুয়েলারি কালেকশন থেকে ডিজাইন করা কাটরিনার সমস্ত গয়না। অন্যদিকে ভিকি কৌশল পড়েছিলেন আইভরি সিল্কের শেরওয়ানি। তার কুর্তায় থাকা গোল্ড প্লেটেড বেঙ্গল টাইগার হ্যান্ড ক্রাফট বোতাম ছিল এদিন পোশাকের বিশেষত্ব।
সিল্ক কাপড়ে তৈরি কুর্তা পাঞ্জাবি ছিল অফ হোয়াইট রঙের। ভিকি কৌশলের পাল্লু এদিন সাজিয়ে তোলা হয়েছিল জরির কাজ দিয়ে। ১৮ ক্যারেটের সোনার সাবেকি হেরিটেজ গয়নায় সেধেছিলেন এদিন ভিকি কৌশল। তার পাগড়িতে থাকা ব্রোজটিও বিয়ের দিন সকলের নজর কেড়েছে।
কাটরিনার মা বাবার পক্ষ থেকে মেয়েকে দেয়া হয়েছিল ৭ সেট সোনার অলংকার। দুইসেট হীরার অলংকার। তবে ক্যাটের বিয়ের আংটিও খুব আলোচিত। তার অনামিকায় ২ স্তরে ডায়মন্ড বসানো হীরার আংটির দাম ৭.৪১ লক্ষ টাকা। লেডি ডায়নার হাতে থাকা এই আংটি ছিল এক কথায় বলতে গেলে স্টার আইকন। তার সঙ্গে সাদৃশ্য তা বজায় রেখে এবার বিয়ের আংটি পেলেন কাটরিনা। তাদের নতুন জীবন সুখের হোক।