News Bangla

কেশবপুর শহর থেকে মটরসাইকেল চুরি

ররিবার দুপুরে কেশবপুর শহর থেকে একটি মটরসাইকেল চুরি ঘটনা ঘটেছে। ভোগতি গ্রামের শফিকুল ইসলাম বিপ্লব তার ১৫০ সিসির শহরের প্রেসক্লাব এলাকায় রাখার পর তা চুরি হয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বিপ্লব জানান, আমার নিজ ব্যবহারিত 150cc ইয়ামা এফজেডএস ভারসন- ২ ম্যাড ব্লু  রংয়ের যার রেজিষ্ট্রেশন নং যশোর -ল- ১৩-০৭-২৫.যার ইঞ্জিন নং-G3j3E0248305. চ্যাচিচ নং- ME1RG4454J0010635. মোটরসাইকেলটি আমি ইং- 5-9 -2021- তারিখ বেলা আনুমানিক 12:00 – ঘটিকার সময় কেশবপুর বাজারস্থ প্রেসক্লাবের সামনে রেখে পাশে কাজ করছিলাম। দুপুর 12:30 ঘটিকার সময় উক্ত মোটরসাইকেলটি রাখার স্থান এসে দেখি যে, আমার মটর সাইকেলখানা নাই সেখানে নেই। কে বা কারা মোটরসাইকেল খানা নিয়ে গেছে তা জানতে পারিনি। এরপর আমি সহ অনেকে আমার উক্ত মটরসাইকেল খানা বিভিন্ন স্থানে খোঁজখবর করে কোথাও খুঁজে পাইনি।