News Bangla

কেশবপুরে সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

কেশবপুরে রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে ত্রিমোহিনী মোড় চত্বরে সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদী সঙ্গীত পরিবেশিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের আহবায়ক উজ্জল ব্যানার্জ্জীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগরিক সমাজের আহবায়ক আইনজীবী আবু বকর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আরশাফ উজ জামান খান, খেলাঘর আসরের সভপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, সিপিবি সম্পাদক মফিজুর রহমান, কবি খসরু পারভেজ, সাংবাদিক আজিজুর রহমান, দিলীপ মোদক, উদীচীর সভাপতি অনুপম মোদক।

অনুষ্ঠানে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন একতারা বাউল গোষ্ঠি ও উদীচীর শিল্পীরা।