আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধিG যশোরের কেশবপুরে সাপের কামড়ে ইজাহার আলী গাজী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুরখালী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইফাজতুল্যা গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে ইজাহার আলী গাজী বসত ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ভোর ৪ ঘটিকার দিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিন বাইরে যান। সেখান থেকে ফিরে বারান্দায় উঠলে তার পায়ে বিষধর গোখরো সাপে কামড়ে দেয়।
তাঁর চিৎকারে পরিবারের লোকজন দ্রুত বদ্ধকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খুলনায় যাওয়ার প্রতিমধ্যে সোমবার সকালে তার মৃত্যু হয়।
মৃত ইজাহার আলী গাজীর ছেলে আদর আলী বলেন, গোখরো সাপটিকে কালাবৃদ্ধ করে রাখার পর মারা গেছে। সাপটিকেও মাটি চাপা দেওয়া হবে।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহসানুল মিজান রুমি বলেন, ইজাহার আলী গাজীকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।