News Bangla

কেশবপুরে সব্জির গাছের আড়ালে গাঁজা চাষ

আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর।। কেশবপুরে সব্জি ক্ষেতে গাঁজা গাছ চাষ করায় কৃষক জালাল উদ্দিনকে (৩৪) গাঁজা গাছসহ গ্রেফতার হয়েছে পুলিশ। সে উপজেলার মেহেরপুর গ্রামের মৃত শরফুদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চিংড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ওয়ালিউল ইসলামের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক মোজাম্মেল, ওহিদুজ্জামসহ পুলিশের একটি দল উপজেলার মেহেরপুর গ্রামের জালাল উদ্দিনের ঢেঁড়স ও বেগুন ক্ষেতে অভিযান চালিয়ে ৭ ফুট ৩ ইঞ্চি লম্বা ১টি গাঁজার গাছ উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।

চিংড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ওয়ালিউল ইসলাম জানান, জালাল উদ্দিনের নামে আগেও মাদক মামলা আছে। তার নামে সব্জি চাষের পাশাপাশি গাঁজা গাছ চাষ করে আসছিল বলে অভিযোগ ছিল। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন জানান, গাঁজা গাছসহ কৃষক জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।