News Bangla

কেশবপুরে মেছো বাঘ বনে অবমুক্ত

রবিবার কেশবপুরে উপজেলা বন বিভাগের উদ্যোগে বিরল প্রজাতির একটি মেছো বাঘ বনে অবমুক্ত করা হয়েছে। উপজেলার সাতবাড়িয়া গ্রাম থেকে মুমূর্ষু অবস্থায় মেছো বাঘটিকে উদ্ধার করা হয়।

উপজেলা বনবিভাগ সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার সাতবাড়িয়ার গ্রামবাসি মেছো বাঘটি আটক করে। জানতে পেরে উপজেলা বন বিভাগের লোকজন অসুস্থ্য অবস্থায় বাঘটি উদ্ধার করে নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেনের নির্দেশে উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে তার চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়।

রবিবার বিকেলে মেছো বাঘটিকে সদর ইউনিয়নের রামচন্দ্রপুর বাগানে অবমুক্ত করা হয়। অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ সরকার, রবিউল ইসলাম, আবু তাহের, হাফিজুর রহমান, সাংবাদিক শামসুর রহমান, শাহীনুর রহমান প্রমুখ।