News Bangla

কেশবপুরে ভিমরুলের কামড়ে যুবকের মৃত্যু

সোমবার কেশবপুর ভিমরুলের কামড়ে এক যুবকের মৃত্যু ঘটেছে। তার নাম রাশিদুল জোয়ার্দার (৩৫)। বাগান পরিরস্কার করার সময় অনেক গুলো ভিরুল কামড় দিলে একদিন পর তিনি মার য়ান।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের রাশিদুল ইসলাম রবিবার বিকেলে বাড়ির পাশে বাগান পরিস্কার করছিলেন। সেখানে ভিমরুলের চাক থেকে অনেক গুলো ভিমরুল তাকে কামড় দিয়ে আহত করে।

রবিরার রাতে তাকে চিকাৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসারত রাশিদুল সোমবার মারা যান।