আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর : কেশবপুরে পানিতে ডুবে সোয়েব (৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার সাবদিয়া এলাকায়। সে ওই গ্রামের আলতাপ হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার সাবদিয়া এলাকার আলতাপ হোসেনের ছেলে সোয়েব সোমবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায়। খেলতে খেলতে অসাবধনতাবশত পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সোয়েবকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে।
খোঁজাখুঁজি এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিয়ে বাড়ির পাশের পুকুরের পারে তার ব্যবহৃত জুতা দেখতে পেয়ে স্থানীয়রা পুকুরে নেমে লাশ ভাসতে দেখে উদ্ধার করে। তার পরিবার ও এলাকাবাসীর ধারণা, পুকুরে মাছ ধরতে গিয়ে সে পানিতে ডুবে মারা যায়। সন্তানকে হারিয়ে মা-বাবা বার বার মূর্ছা যাচ্ছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Enter