News Bangla

কেশবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর : কেশবপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁজিয়া ইউনিয়নে মোনহরনগর গ্রামে।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মোনহরনগর গ্রামের হযরত আলীর ছেলে নাহিদ হাসান (২) মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলা করেছিল। ওই সময় সকলের অগোচরে অসাবধানতাবশত নাহিদ হাসান বাড়ির পার্শ্বের পুকুরের পানিতে পড়ে যায়।

বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজা-খুজির এক পযার্য়ে বাড়ির পার্শে পুকুরে পানিতে নাহিদকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহসানুল মিজান রুমি বলেন, নাহিদ হাসানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।