যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার অরুণ কুমার কুন্ডুর অবসর জনিত বিদায় অনুষ্ঠান বুধবার কেশবপুরে অনুষ্ঠিত হয়েছে।
পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিস চত্বরে ডেপুটী জেনারেল ম্যানেজার মহম্মদ আব্দুল লতীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী জিএম অরুণ কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির আইন উপদেষ্ট্রা অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, সমিতি বোর্ডের সাবেক সভাপতি ও পরিচালক মোতাহার হোসেন।
কেশবপুর জোনাল অফিসের এজিএম নবিউল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জুনিয়র ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, পাঁজিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোঃ হোসেন আলী, বিলিং সহকারী খুর্শিদা পারভীন খুশী প্রমুখ।
এরপর পল্লী বিদ্যুৎ সাগরদাঁড়ি সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আশরাফুল ইসলামের সভাপতিত্বে সাগরদাঁড়ি অফিস চত্বরে অনুরুপ বিদায় অনুষ্ঠান হয়েছে।