News Bangla

কেশবপুরে এবার নতুন মুখরাই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন

কেশবপুরে নতুন মুখ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। বিগত চেয়ারম্যানদের মধ্যে মাত্র একজন দলীয় মনোনয়ন পেয়েছেন। ফলে মানুষ এবার দলীয় নতুন প্রার্থী পেলেন।

কেশবপুরের ১১ টি ইউনিয়নে আওয়ামী লীগ যাদের দলীয় মনোনয়ন দিয়েছে তারা হচ্ছেন, ত্রিমোহনীতে শেখ অহেদুজ্জামান, সাগরদাঁড়িতে অলিয়ার রহমান, মজিদপুরে মনোজ কুমার তরফদার, বিদ্যানন্দকাটিতে সামছুর রহমান, মঙ্গলকোটে আব্দুল কাদের বিশ্বাস, কেশবপুরে গৌতম রায়, পাঁজিয়ায় জসিম উদ্দিন, সুফলাকাটিতে গোলাম কিবরিয়া মনি, গৌরীঘোনায় এসএম হাবিবুর রহমান, সাতবাড়িয়ায় শামছুন্নাহার বেগম ও হাসানপুরে তৌহিদুজ্জামান। সূত্র-গ্রামের কাগজ।