কেশবপুর প্রতিনিধি ॥ কেশবপুরের বিদ্যানন্দকাটিতে কৃষি জমিতে সেচ লাইনের মাধ্যমে পানি দেয়াকে কেন্দ্র করে বিরোধের সুত্র ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক গুরুতর আহত হয়েছে। এবিষয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, উপজেলা বিদ্যানন্দকাটি ইউনিয়নের মৃত বাশারাত আলীল ছেলে এরশাদ আলী (৪৮) দীর্ঘদিন ধরে সেচ পাম্পের মাধ্যমে ডাঙ্গির পাড়ের মাঠসহ আশ পাশের ধানি জমিতে পানি দিয়ে আসছেন। সম্প্রতি কেশবপুরের শেষ সীমানায় পাশ্ববর্তী তালা উপজেলার লাউতাড়া গ্রামের মৃত খোদাবক্স মোড়লের ছেলে শহিদুল মোড়ল একই মাঠের অন্যপাশে শত্রুতামূলকভাবে স্যালো ম্যাশিন দিয়ে কৃষকের ক্ষেতে পানি দিতে থাকে। ওই মাঠে একক অধিপত্য বিস্তারের লক্ষে শহিদুল মোড়ল বিভিন্ন সময়ে এরশাদ আলীকে হয়রানি ও হুমকি প্রদান করে আসছিল। একপর্যায়ে এরশাদ আলীকে সেচ লাইন বন্ধ করে দিতে বলে।
সেচ লাইন বন্ধ করতে অপারগতা প্রকাশ করাই বৃহস্পতিবার শহিদুল মোড়ল লোহার রড ও বাশের লাঠি দিয়ে এরশাদ আলীকে মারপিট করে আহত করে। এলাকাবাসী আহত এরশাদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।