News Bangla

কাবুল বিমানবন্দরে শক্তিশালী বোমার বিস্ফোরণ

কাবুল বিমানবন্দরের বাইরে শক্তিশালী বোমার বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। বিমানবন্দরে থাকা নারী ও শিশুসহ আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের খবরে বলছে, কাবুল বিমানবন্দরের প্রবেশমুখে এ ঘটনা ঘটেছে। অনেকেই প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। হামলার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনাস্থলে পৌঁছেছেন মার্কিন সেনারা। বিবিসির খবরে বলা হচ্ছে, বিমানবন্দরের বাইরে গোলাগুলির শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে আত্মঘাতী বোমা হামলা হয়েছে।

হোয়াইট হাউজের কর্মকর্তারা ইতোমধ্যে এ ঘটনা প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করেছেন। বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন-এর মুখপাত্র জন কিরবিও।

এ ঘটনায় কোনও ব্রিটিশ সেনা হতাহত হয়নি বলে জানিয়েছে যুক্তরাজ্য।