News Bangla

করোনা রোগির ভয় দেখিয়ে পাওনা টাকা আদায়

করোনা আক্রান্ত স্ত্রীকে দিয়ে সংক্রমণের ভয় দেখিয়ে পাওনা টাকা আদায় করেছেন এক ব্যক্তি। এমন ঘটনা ঘটেছে ভারতের হুগলি জেলার বৈদ্যবাটিতে।

বৈদ্যবাটির মাটিপাড়ার বাসিন্দা গঙ্গারাম সরকার ইটের ব্যবসা করেন দীর্ঘদিন ধরে। গঙ্গারামের দাবি, বৈদ্যবাটিরই নিমাইতীর্থ ঘাট এলাকার ইটভাটা মালিক শেষনাথ সিংহকে কয়েক মাস আগে পাঁচ লাখ টাকা ধার দিয়েছিলেন তিনি।

খবরে বলা হয়, শেষনাথ টাকা বা তার পরিবর্তে ইট কোনোট ফেরত দেননি বলে অভিযোগ। শেষনাথের দেওয়া চেকও বাউন্স করে বলে অভিযোগ গঙ্গারামের। স্থানীয় সূত্র জানায়, শেষনাথকে হোয়াটসঅ্যাপে স্ত্রীর করোনা রিপোর্ট পাঠিয়ে টাকা চান গঙ্গারাম। কিন্তু তাতেও টাকা না পাওয়ায় স্ত্রীকে অটোতে চড়িয়ে তিনি হাজির হন শেষনাথের বাড়ি। ঘন্টা দেড়েক অপেক্ষা করে ১০ হাজার টাকা আদায় করেন গঙ্গারাম।

শেষনাথের দাবি ইটভাটা বন্ধ থাকায় তিনি ঋণ শোধ দিতে পারেননি। তবে গঙ্গারামের এমন কাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ঘটনায় আতঙ্ক ছড়ায় বৈদ্যবাটির ওই এলাকায়। সূত্র-আনন্দবাজার।