News Bangla

একের পর এক ভুল করছে শ্রাবন্তী

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় সংসারে ফাটল ধরেছে। তবে আইনত ডিভোর্স হয়নি নায়িকার। এরই মধ্যে তার নতুন প্রেম ও প্রেমিক নিয়ে চলছে তোলপাড়।

স্ত্রীর নতুন প্রেমের গুঞ্জন সামনে আসতেই আক্ষেপ স্বামী রোশনের, “একের পর এক ভুল করছে শ্রাবন্তী।”

এত দিন তার নতুন প্রেমিকের গুঞ্জনই শোনা যাচ্ছিল। এবার সামনে এসেছে ছবিও।

শ্রাবন্তী ও অভিরূপ নাগ চৌধুরীর এই ছবি প্রকাশ্যে আসার পর কলকাতার সংবাদমাধ্যমকে রোশন বলেন, বারবার এক ভুল করছেন শ্রাবন্তী।

তিনি বলেন, “দুঃখ পেয়েছি। শ্রাবন্তীর সঙ্গে ছিলেন তার মা, দিদি-সহ গোটা পরিবার। আমার অবাক লাগে পরিবারের সদস্যরা কীভাবে এই ভুলে উৎসাহ দিচ্ছেন!”

শ্রাবন্তীর ছেলে ঝিনুক ১৮ ছুঁয়েছে। রোশনের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তার উদ্দেশে নাম না করে নানা মন্তব্য করেন ঝিনুক।

ঝিনুক সম্পর্কে রোশন বলেন, “এখনো অনেক ছোট ঝিনুক। ভালো-খারাপ বোঝার বয়স হয়নি। তাই এখন মা যা করবে সব ঠিক মনে হচ্ছে।”

আরও বলেন, “ব্যাক টু ব্যাক মুভ অন করা কী করে সম্ভব তা ভেবেই অবাক লাগছে।”

শ্রাবন্তীর সঙ্গে রোশনের বিচ্ছেদের মামলা আদালতের বিচারাধীন। চলতি মাসে নায়িকার সঙ্গে থাকতে চাওয়া ইচ্ছাও প্রকাশ করেন তিনি। তবে শ্রাবন্তীর তরফ থেকে সাড়া মেলেনি।

কিছু দিন আগে প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন নায়িকা। চাপা থাকেনি সে খবর। এবার অভিরূপের জন্মদিনে প্লাটিনামের আংটি উপহার দেওয়ার ছবি এলো সামনে।

২০১৯ সালে অমৃতসরে গিয়ে বিয়ে করেন শ্রাবন্তী-রোশন। এর আগে দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন নায়িকা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই শ্রাবন্তীর সংসারে ফাটল ধরার খবর সামনে আসতে শুরু করে।