প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। প্রবাসী বিশেষ অর্থনেতিক অঞ্চলে বিনিয়োগ করলে তাদের বিশেষ সুবিধা দেয়া হবে।
প্যারিসে প্রবাসীদের দেয়া সংবর্ধনায় তিনি এ কথা বলেন। প্যারিসের স্থানীয় সময় সকাল ১০ টায় ভার্চুয়ালী এই সংবর্ধনায় যোগ দেন শেখ হাসিনা।
তিনি বলেন, করোনা না হলে অনেক দূর এগিয়ে যেতো দেশ। তবে অর্থনীতি যেনো স্থবির না হয় সেজন্য নগদ প্রণোদনা দেয়া হয়েছে। প্রত্যেক পেশার মানুষ করোনার সময় সরকারের সহযোগীতা পেয়েছে।
বিনামূল্যে ঘর ও বাড়ি করে দেয়ার পরিকল্পনার কথা তুলে ধরে শেখ হাসিনা প্রবাসীদের জানান, বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না, একটি মানুষও ঠিকানা বিহীন থাকবে না; সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।
সংবর্ধনা শেষে ঢাকার উদ্দশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভোরে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।