News Bangla

এএসপিসহ সাত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে

রংপুরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলার একদিন পরই জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। একই সঙ্গে আরো ছয় পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক বদলির আদেশে এসব তথ্য জানানো হয়।

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে ও তার পরিবর্তে ঢাকা পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহা পরিদর্শক মো. ফেরদৌস আলী চৌধুরীকে রংপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

একই আদেশে ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক হিসাবে এবং তার পরিবর্তে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনকে ফেনীর এসপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সেই সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার (ডিসি) বিজয় বসাককে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), সিলেট মহানগরীর উপ পুলিশ কমিশনার (ডিসি) সঞ্জয় সরকারকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় ও পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. সোহেল রানাকে চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। সূত্র-একাত্তর টিভি।